মিরসরাইয়ে কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিলো যুবলীগ

বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০২৩

 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

মিরসরাই উপজেলার ৯ নং সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ গ্রামে কৃষক আনোয়ার হোসেনের প্রায় ২৫ শতাংশ জমির ধান কেটে চাষির বাড়িতে পৌঁছে দিয়েছে যুবলীগ।

বৃহস্পতিবার ২৭ এপ্রিল সকাল থেকে বিকাল পর্যন্ত কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়া কর্মসূচির আলোকে মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ধান কাটা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে ।

মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগ নেতা আছিফুর রহমান শাহীন, শাহাদাত হোসেন ভুইয়া,হাসান হাবীব রনি,ফখরুল ইসলাম মুন্না,মোশাররফ হোসেন,মেজবা উদ্দিন রবিন,কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য আরিফুর রহমান, ছাত্র লীগ নেতা ফাহাদ আরেফিন অন্তর, রিফাত হাওলাদার, মিরসরাই ছাত্রলীগ নেতা সাফায়েত হোসেন সহ আরও নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন।

ধান কাটা কর্মসূচি সম্পর্কে যুবলীগ নেতা আছিফুর রহমান শাহীন বলেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কর্মসূচি হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের আওতায় এবং কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিটের সার্বিক তত্বাবধানে আমরা মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগ আজকে ধান কাটা কর্মসূচি পালন করি।

কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট জানান, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় সারাদেশে মানবিক যুবলীগ হিসেবে মানুষের সুঃখে দুঃখে অংশীদার হয়ে কাজ করছে। তার আলোকে গরীব কৃষকদের সহায়তা আমরা পাশে দাঁড়িয়েছি। যুবলীগের উদ্যোগে আমাদের বিভিন্ন ইউনিয়নে মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে।

কৃষক আনোয়ার হোসেন জানান, আমি একা একা চাষের কাজ করি। শ্রমিকের মজুরি দেওয়ার সামর্থ্য নেই। যুবলীগ নেতা এলিট আমার ধান কেটে ঘরে পৌঁছে দিলো। আমি খুব খুশি হয়েছে। যুবলীগের জন্য দোয়া করবো।