মিরসরাইয়ে নিয়মিত বাজার মনিটরিং করেছেন ওসি কবির হোসেন 

বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩

 

মিরসরাই প্রতিনিধিঃ 

মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজারে অভিযান পরিচালনা করেছে পুলিশ। মিরসরাই থানা পুলিশ ও বাজার কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

জানাগেছে, বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকাল ৪টা থেকে সন্ধা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিরসরাই থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন সহ সঙ্গীয় ফোর্স, বাজার পরিচালনা কমিটির সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ ব্যবসায়ীদের প্রতিনিধি বৃন্দ। জানাগেছে, মিরসরাই থানার ঐতিহ্যবাহী মিঠাছড়া বাজার এবারও দুই কোটি টাকার বেশি ইজারা হয়েছে । সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় করলেও ব্যবসায়ী ও নাগরিকদের ভোগান্তি কমেনা।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন বাজারের শৃঙ্খলা আনতে স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠানের মুখপাতে অবৈধ অস্থায়ী দোকান, মহাসড়কে যত্রতত্র সিএনজি অটোরিকশা পার্কিং, ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা, পাইকারি ও খুচরা দোকানিদের মুল্য তালিকা মনিটরিং করেন। তিনি জানান,মাননীয় পুলিশ সুপার চট্টগ্রাম মহোদয়ের নির্দেশনা মোতাবেক মিরসরাই থানাধীন মিঠাছড়া বাজারস্থ ফুটপাত অপসারণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের খুচরা ও পাইকারীদর সঠিক মুল্য নির্ধারণ পূর্বক জনসাধারণের সুবিধার্থে বাজার মনিটরিং করা হয়। বিভিন্ন বাজারে মনিটরিং চলবে।