মিরসরাইয়ে পাহাড় কাটার অভিযোগে ২ ব্যক্তির সাজাঃ দুটি ট্রাক জব্দ

শনিবার, মে ৬, ২০২৩

মিরসরাই চট্টগ্রাম প্রতিনিধিঃ
মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে অবৈধভাবে পহাড় কাটার অভিযোগে ২ জনকে পৃথক সাজা ও দুটি ট্রাক জব্দ করা হয়েছে।

জানাগেছে, শনিবার ৬ মে দিবাগত রাত ২.৩০ টায় করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকার গলাচিপা নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে পাহাড় কাটা, কৃষি জমি ভরাট করার কাজে ব্যবহৃত দুটি মাটি ভর্তি ট্রাক জব্দ করা হয়েছে। পাহাড় কাটার সাথে জড়িত থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মো: সায়মন (২২) পিতা মো: আলী কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও আব্দুল আলীম (৪৭) পিতা মৃত বশির আহম্মদকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। তিনি জানান, অবৈধভাবে পাহাড় কাটা, মাটি কাটা বন্ধ না হলে অভিযান অব্যাহত থাকবে।