মিরসরাইয়ে মশার কয়েলের জন্য রাস্তা পার হয়ে ফেরার সময় বৃদ্ধের মৃত্যু
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
মিরসরাইয়ে বড় ভাইকে হাসপাতালে নেওয়ার পথে এক নজর দেখতে এসে বিদায় দিয়ে কয়েলের জন্য রাস্তা পার হয়ে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় মো: ফখরুল আলম বাহার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন । বড় ভাইয়ের অবস্থাও সংকটাপন্ন। পরিবারে চলছে শোকের মাতম। সকাল ১১ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাগেছে, রবিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে মিরসরাই উপজেলার হাদিফকিরহাট এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃত বাহার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের কামু ভূঁইয়া বাড়ি মৃত ছেরাজুল হক প্রকাশ ছেরু সওদাগরের ছেলে।
বাহারের ছোট ভাই সুজা উদ্দিন জানান, ‘আমার বড় ভাই নুরুল হক গুরুত্বর অসুস্থ্য হয়ে মিরসরাই সদরের সেবা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম পার্কভিও হাসপাতালে নেওয়ার পথে বাড়ি বরাবর মহাসড়কে এ্যাম্বুলেন্সে ভাইকে এক নজর দেখার জন্য মেজ ভাই বাহার দাঁড়ালে মূহুর্তে দ্রুতগামী একটি হাইচ গাড়ি ধাক্কা দিলে গুরুত্বর আহত হন । পরে মিরসরাই সেবা হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে বড় ভাইকে দেখতে গিয়ে মেঝ ভাই চলে গেলেন, বড় ভাইয়ের শারীরিক অবস্থাও সংকটাপন্ন ।
চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ জানান, অসুস্থ বড় ভাইকে এ্যাম্বুলেন্সে দেখে মশার কয়েলের জন্য পশ্চিম পাশে রাস্তা পার হন তিনি। কয়েল নিয়ে ফিরে আসার সময় বাহারকে চট্টগ্রামমূখী দ্রুতগামী হাইচ গাড়ির ধাক্কা চলে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। সকাল ১১ টায় বাড়ির প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সড়ক দুর্ঘটনার বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন জানান, দুর্ঘটনার বিষয়ে আমরা শুনেছি। খোঁজখবর নিয়ে দেখছি।