মিরসরাইয়ে মৎস্য চাষে বিপ্লব হচ্ছে – মিজানুর রহমান

মঙ্গলবার, জুলাই ২৫, ২০২৩

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

মিরসরাই উপজেলার উপকূলীয় অঞ্চলে চর জেগে উঠার পর থেকে ধীরে ধীরে বিশাল মৎস্য প্রকল্প গড়ে উঠেছে। সরকারের উন্নত প্রযুক্তি ও আধুনিক সুযোগ সুবিধার ফলে মৎস্য বিপ্লব ঘটছে। মৎস্য চাষের সুফলে আজ প্রতিষ্ঠিত হয়ছে বহু মানুষ। সরকারের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি মানুষের জীবনমানের উন্নতি ঘটেছে বলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন  মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

 

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করণের মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
পোনা অবমুক্ত শেষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদের সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা আবু জাফরের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, মিরসরাই মৎস্য বীজ খামার ব্যবস্থাপক মোঃ মোতাছিম বিল্লাহ, মৎস্য চাষি শাহ আলম প্রমুখ। এসময় উপজেলায় কার্প-গলদা মিশ্রচাষে মো. কামরুল হোসেন, মনোসেক্স তেলাপিয়া চাষে মো. গিয়াস উদ্দিন, কার্প মিশ্রচাষে শাহ আলম কে সফল মৎস্য চাষি সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন ছিল বাংলাদেশ একদিন মাছ রপ্তানি করবে। মৎস্য চাষে বিশ্বে তৃতীয় হবে। জাতির পিতার সেই স্বপ্ন পূরণ হয়েছে। ৫২ টি দেশে বাংলাদেশ মৎস্য রপ্তানী করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে।