মিরসরাইয়ে যুবদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

 

মিরসরাই প্রতিনিধি

 

চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে মিরসরাই সদর ইউনিয়ন বিএনপি। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে মিঠাছরা বাজারে মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেনের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন—মো. আলমগীর হোসেন, মো. আজমল, মো. বাদশা, মিঠানালা ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক তারেক মেম্বার, যুগ্ম আহ্বায়ক মোশাররফ, মিরসরাই সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু ছালেক সোহেল, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জামশেদ, উত্তর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক তারেক, মিরসরাই পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল ফয়সাল, মিরসরাই সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজাদ হোসাইন, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুল ইসলাম, মিরসরাই সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদার, আরিফ, সদস্য সোহেল, তারেক, জাহাঙ্গীর, কাটাছরা ইউনিয়ন যুবদলের নেতা নাজিমসহ সদর ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।