মিরসরাই প্রতিনিধি।।
চট্টগ্রামের মিরসরাইয়ে মিনি স্টেডিয়ামে অন্ধ কল্যান সমিতির মাসব্যাপী মেলার আয়োজন কে কেন্দ্র করে ক্রীড়ামোদি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় এলাকাবাসীর মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও মেলার প্রস্তুতি সমানতালে এগিয়ে চলছে। মেলার খবর প্রকাশকে কেন্দ্র করে একটি জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিককে চট্টগ্রামের আইনজীবী আলিফ হত্যায় মামলায় ফাঁসানোর হুমকি দেয়ার অভিযোগ উঠেছে অন্ধ কল্যাণ সমিতির সভাপতি মোশারফ হোসেন মাসুদের বিরুদ্ধে।
সংবাদ মাধ্যমের কাছে সাংবাদিক আশরাফকে হুমকির ৯ মিনিট ৭ সেকেন্ডের একটি কল রেকর্ড সংরক্ষিত আছে।
সেই কল রেকর্ডে মোশারফ হোসেন মাসুদকে বলতে শোনা যায়, আপনি ইসকন সদস্য, আইনজীবী আলিফ হত্যার সঙ্গে আপনিও জড়িত আছেন। আইনজীবী আলিফ হত্যায় মামলায় আপনার নামও ঢুকবে।
অডিও কল রেকর্ডে মোশারফ হোসেন মাসুদ দাবি করেন, আপনাদের মতো সাংবাদিকরা আমার কাছে চাঁদা দাবি করেছেন। এ সময় সাংবাদিক আশরাফ মিরসরাইয়ে কর্মরত কোন সাংবাদিক তার কাছে চাঁদা চেয়েছেন জানতে চাইলে তিনি কারও নাম বলতে পারেননি।
এক পর্যায়ে অভিযুক্ত মোশারফ হোসেন মাসুদ উত্তেজিত হয়ে বলেন, আপনিও চাঁদা চেয়েছেন।
কিন্তু অডিও কল রেকর্ডে সাংবাদিক আশরাফ উদ্দিনকে মোশাররফ হোসেন মাসুদের কাছে চাঁদা চাইতে শোনা যায়নি বরং অন্ধ কল্যাণ সমিতির নামে মেলা করে কোন অন্ধ বা দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণ করা হয় তার হিসেব চেয়েছেন সাংবাদিক আশরাফ।
প্রসঙ্গত, মিরসরাই উপজেলার একমাত্র খেলার মাঠ মিনি স্টেডিয়ামে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে মেলার উদ্যোগ নিয়েছেন অন্ধ কল্যাণ সমিতি নামে একটি সংগঠন। স্থানীয় সচেতন মহল মেলা বন্দের জন্য উপজেলা প্রশাসনকে লিখিত আবেদন করেন। এ নিয়ে আঞ্চলিক ও জাতীয় গণমাধ্যমে ব্যাপক সংবাদ প্রকাশ হয়।
হুমকি প্রসঙ্গে জানতে চাইলে দৈনিক ভোরের দর্পণের মিরসরাই প্রতিনিধি আশরাফ উদ্দিন বলেন, মেলার আয়োজন নিয়ে দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি মোশারফ হোসেন মাসুদের সাথে কথা বলতে চাইলে তিনি কথা বলতে প্রথমে অপারগতা প্রকাশ করেন। পরে মোশারফ হোসেন মাসুদ ফোন দিয়ে মেলার জন্য সহযোগিতা চেয়ে দেখা করতে চান । কিন্তু মেলায় মিরসরাইয়ের স্থানীয় দৃষ্টি প্রতিবন্ধীদের সম্পৃক্ততা ও তাদের ভুমিকা জানতে চাইলে এক পর্যায় তিনি দাবি করেন, মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকরা তাঁর কাছে চাঁদা চেয়েছে। আমি নাম জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে আমাকে হুমকি দিয়ে বলেন, আমি নাকি ইসকন সদস্য। আইনজীবী আলিফ হত্যায় আমার হাত আছে। এবং খুব শিগগির হত্যা মামলায় আমার নাম জড়ানো হবে।
এবিষয়ে জানতে অন্ধ কল্যাণ সমিতির সভাপতি মোশারফ হোসেন মাসুদের সঙ্গে গণমাধ্যমের পক্ষ থেকে কথা বলতে চাইলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।