মিরসরাই প্রতিনিধি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলার মিরসরাই ও জোরারগঞ্জ দুটি সাংগঠনিক শাখার রুকনদের ভোটে আমীর নির্বাচন করা হয়েছে। নির্বাচিত আমীরদের আগামী ২০২৫- ২০২৬ বছরের দায়িত্ব পালনের জন্য শপথ পাঠ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মিরসরাই থানা শাখার আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা নুরুল কবির এবং জোরারগঞ্জ থানা শাখার আমির নির্বাচিত হয়েছেন মাওলানা নুরুল হুদা হামিদী।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টায় মিরসরাই জামায়াত কার্যালয়ে এবং বারইয়ারহাট জামায়াতের কার্যালয়ে নবনির্বাচিত আমীরদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আলাউদ্দিন সিকদার। শপথ গ্রহন করেন মিরসরাই থানা জামায়াতের নবনির্বাচিত আমীর মাওলানা নুরুল কবির এবং জোরারগঞ্জ থানা জামায়াতের নবনির্বাচিত আমীর মাওলানা নুরুল হুদা হামিদী।
মিরসরাইয়ে থানা জামায়াতের অফিস সম্পাদক শফিকুল আলম শিকদারের পরিচালনায় মাওলানা জাফর উদ্দীন পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানর শুরু হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার অধ্যাপক মাওলানা বোরহান উদ্দিন,মনোনীত সেক্রেটারি মোঃ আব্দুল জব্বার ও জসিম উদ্দিন আজাদ, উত্তর জেলা সমাজ সেবা ও পেশাজীবি সভাপতি ইঞ্জিনিয়ার বোরহান, আইন ও শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক জসীম উদ্দিন আজাদ প্রমুখ।
জামায়াতে ইসলামী বাংলাদেশ এর মহিলা ও পুরুষ রুকনদের প্রত্যক্ষ অংশগ্রহণে উক্ত শপথ অনুষ্ঠানে উপজেলা শূরা নির্বাচন পরিচালনা করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার বোরহান।
নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, দায়িত্বশীলরা আত্মগঠন ও পরিবার গঠনের প্রতি বিশেষ জোর দিবেন। পাশাপাশি আপনারা প্রত্যেককে আগামী এক বছরের কর্মপরিকল্পনা এমনভাবে নিতে হবে যেন দক্ষ ও শপথবদ্ধ জনশক্তি অন্তত দ্বিগুণ করা যায়।
পরিশেষে নব নির্বাচিত আমীরগন দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য মজান আল্লাহর সাহায্য এবং সকলের দোয়া কামনা করেন।