মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
মিরসরাই থানার ডিএসবি অফিসার মোহাম্মদ আতিকুর রহমান সরকার উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ডিএসবি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।
গত ২৩ জুলাই চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে অপরাধ বিষয়ক সভায় এএসআই (নিরস্ত্র) মোহাম্মদ আতিকুর রহমান সরকারকে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ডিএসবি অফিসার নির্বাচিত করা হয়। তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ্ বিপিএম (সেবা)। তিনি এ অর্জনে সকলের কাছে দোয়া চেয়েছেন।
জানাগেছে, গত জুন মাসে মিরসরাই থানায় কোটি টাকা মূল্যের চোরাচালান আটক , মাদক উদ্ধার, দুর্ধর্ষ সক্রিয় আন্ত:জেলা চক্রের ৬ ডাকাত দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার , রকেট লাঞ্চার উদ্ধার ও বিভিন্ন সিআর ওয়ারেন্ট তামিলের জন্য সার্বিক কার্যক্রম মূল্যায়নে কাজের স্বীকৃতি স্বরূপ জেলার মাসিক কল্যাণ ও আইনশৃঙ্খলার মিটিংয়ে জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ বিপিএম (সেবা) এ পুরষ্কার তুলে দেন।
মোহাম্মদ আতিকুর রহমান সরকার ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য হিসেবে যোগদান করেন। ২০২১ সালের নভেম্বর মাসে তাকে পুলিশের গোয়েন্দা শাখা ডিএসবি তে পদায়ন করা হয়। তিনি এর আগেও থানায় চাকুরীকালীন ওয়ারেন্ট তামিল,মাদক উদ্ধার,বিভিন্ন ট্রেনিং এ পুরষ্কার লাভ করেন।