জাতির সংবাদ ডটকম।।
মিরসরাই প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও সাংবাদিক মরহুম নিজাম উদ্দিন স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) মিরসরাই উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম। ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, চট্টগ্রাম জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য রওশন আরা রত্না , মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিঠাছরা ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন ছাদেকী।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক স্বপন চৌধুরী, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ এমরান উদ্দিন, মিরসরাই পৌরসভার সাবেক মেয়র মো. শাহাজাহান, মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, কাটাছরা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা, শাখাওয়াত উল্লাহ রিপন, যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ দিদার, এরাদুল হক নিজামী ভুট্ট, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, মিরসরাই পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হোসাইন, সদস্য আনোয়ার হোসেন চৌধুরী সুজন, বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী, ছুটিখাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী, যুবলীগের সহ সভাপতি রাসেল ইকবাল চৌধুরী, ফরহাদ হোসাইন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগৈর সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রেসক্লাবের দাতা সদস্য আনোয়ার হোসেন, কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন, কবি ও লেখক মাহমুদ নজরুল, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, দূর্বার প্রগতি সংঘের সভাপতি হাসান সাইফ উদ্দিন।
বক্তারা বলেন, মিরসরাই প্রেসক্লাব গনমাধ্যমে কর্মরতদের ঠিকানা। ১৯৯৩ সাল থেকে এ ক্লাবের সদস্যরা সংবাদপত্রের মাধ্যমে মিরসরাই উপজেলার উন্নয়ন সমস্যা সম্ভাবনা ও জনমত তুলে ধরে নাগরিকদের প্রত্যাশা পুরন করছে। প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সমজের সর্বস্তরের মানুষের অংশগ্রহনে মিলন মেলায় পরিনত হয়।