মিরসরাই প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে মিরসরাই উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।
সোমবার ১০ এপ্রিল সকাল ১১ টায় মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের কার্যালয়ে কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন জানান, আগামী ১৭ এপ্রিল সোমবার সকাল ১০টা থেকে মাধ্যমিক ও মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে পৃথকভাবে প্রতিযোগিতার আয়োজন করা হবে । হামদ, নাত, কেরাত প্রতিযোগিতা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এর অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। দুটি গ্রুপে (ক গ্রুপ ছাত্র- ছাত্রী ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণি)।
খ গ্রুপ (ছাত্র- ছাত্রী )
৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা নির্ধারিত বিষয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
এ বিষয়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন আগ্রহী শিক্ষার্থীদের নাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে জমা দিবেন।
প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র – ছাত্রীদের সনদ ও আকর্ষণীয় পুরুষ্কার দেওয়া হবে।