মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া ইউপি উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয়

শুক্রবার, মে ২৬, ২০২৩

 

 

মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোঃ সেলিম মিয়া বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আ’লীগ থেকে বহিষ্কার হন।

 

২৫ মে,বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।

উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল বিকাল ৪টার পরে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে মোঃ সেলিম মিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে ২ হাজার ৬৮৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম

প্রতিদ্বন্দ্বী বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা মোঃ কামাল হোসেন। তিনি কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সাধাণ সম্পাদক ছিলেন। পেয়েছেন আনারস প্রতীকে ২ হাজার ২৬৪ ভোট। আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম পেয়েছেন ১ হাজার ৫১০ ভোট।