মির্জাগঞ্জে উপ নির্বাচনে বিএনপি নেতাকে ঠেকাতে না পেরে বহিষ্কার

সোমবার, মে ২২, ২০২৩

 

 

মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ,মির্জাগঞ্জ থেকে।

 

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এক বিএনপি নেতাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদে আগামী ২৫ মে অনুষ্ঠেয় উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে লড়ছেন ঐ ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন। ইতোমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য তাঁকে কেন্দ্র থেকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। পক্ষান্তরে, তিনি কোনও সন্তোষজনক জবাব না দিয়ে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সংগত কারণে দলীয় গঠনতন্ত্র মোতাবেক তাঁকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

২২মে, সোমবার, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কারের চিঠিতে বলা হয়েছে, ১৫ বছর ধরে চলমান গণতান্ত্রিক আন্দোলনে অত্যাচারি শাসকগোষ্ঠী দ্বারা গুম,খুন ও পৈশাচিক নিপীড়নের শিকার হয়েছেন তাদের পরিবার সহ গণতন্ত্রকামী বিশাল জনগোষ্ঠীর আকাঙ্খার প্রতি বহিষ্কৃত নেতা বিশ্বাস ঘাতকতা করেছে।

দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনা অবজ্ঞা করে তাঁর এই ঔদ্ধত্যের জন্য বিএনপির গঠনতন্ত্রের নিয়মানুযায়ী দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। চিঠিতে আরো উল্লেখ থাকে,গঠন তন্ত্রের নিয়মানুসারে নির্বাচনে অংশগ্রহণকারীর নাম একজন বেইমান,বিশ্বাসঘাতক ও মীরজাফর হিসেবে উচ্চারিত হবে।

মির্জাগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি আলহাজ সাহাবুদ্দিন নান্নু এর কাছে জানতে চাওয়া হলে তিনি মোঃ কামাল হোসেনের বহিষ্কারের বিষয় সত্যতা নিশ্চিত করেন।