মির্জাগঞ্জে জিয়াউর রহমান এর ৪২তম মৃত্যু বার্ষিকী পালন

মঙ্গলবার, মে ৩০, ২০২৩

 

 

মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ,মির্জাগঞ্জ প্রতিনিধি।

 

৩০ মে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪২তম মৃত্যুবার্ষিকী। সারাদেশে পালিত হয় দিবসটি। মঙ্গলবার বিকেলে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপি আয়োজন করে আলোচনা সভা,মিলাদ মাহফিল ও দোয়া এর।

দলের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার পরে আসরের নামাজের পরে সুবিদখালী দারুসসূন্নাত জামে মসজিদে

মিলাদ মাহফিল ও দোয়া এর আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাহাবুদ্দিন নান্নু এতে সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন মোঃ জাহাঙ্গীর হোসাইন ফরাজী।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক যুগ্ন আহবায়ক মোঃ হারুন অর রশীদ মুন্সী, যুগ্ন আহবায়ক অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, সাবেক যুগ্ন আহবায়ক মোঃ আনোয়ার হোসেন সিকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জমান মনির,সাবেক সহ দপ্তর সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ আলমগীর হোসেন, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা, আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃশাহাজাদা, দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসাইন খান,সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন, কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল লতিফ মৃধা,মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন,

উপজেলা যুবদলের আহবায়ক গাজী রাশেদ শামস, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ নাসির উদ্দিন হাওলাদার, সদস্য সচিব গাজী অাতাউর রহমান, যুগ্ন আহবায়ক মোঃ ফেরদৌস হাসান সৌরভ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম,ছাত্রদলের আহবায়ক আবুল বাশার মোখলেচ,যুগ্ন আহবায়ক মোঃ আতিকুল্লাহ সোহাগ প্রমুখ। এছাড়াও উপজেলা ও ছয়টি ইউনিয়নের বিএনপি ও এর সহযোগী সংগঠনের বহু নেতা কর্মী উপস্থিত ছিলেন।

 

মোঃ জাহাঙ্গীর হোসাইন ফরাজী বলেন; স্বাধীনতা যুদ্ধে জাতি যখন দিশেহারা হয়ে পড়েছিল ঠিক সেই মুহর্তে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা করেন। যার ফলে আপামর জনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত হয়।

 

আলহাজ সাহাবুদ্দিন নান্নু বলেন; বাংলাদেশের এক ক্রান্তিলগ্নে জিয়াউর রহমান হাল ধরেছিলেন। তিনি ছিলেন মহান স্বাধীনতার ঐতিহাসিক ঘোষক,ছিলেন স্বাধীনতা যুদ্ধের বীর বিক্রম। আবার ছিলেন একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের নির্মাতা।

শহীদ জিয়াউর রহমানকে সফল রাষ্ট্রনায়ক আখ্যা দিয়ে তিনি আরো বলেন, জিয়াউর রহমানের রাজনীতি বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছিল। সর্বশেষ,শহিদ রাষ্ট্রপতি বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।