মির্জাগঞ্জে পায়রা নদীতে ব্লক স্থাপনের দাবি

শনিবার, এপ্রিল ১, ২০২৩

মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ,মির্জাগঞ্জ থেকে।

 

পটুয়াখালীর মির্জাগঞ্জের দেউলী সুবিদখালী ইউনিয়ন ও কাকড়াবুনিয়া ইউনিয়নে পায়রা নদীতে ব্লক স্থাপনের দাবিতে এবার ফেইসবুক নির্বাচিত করা হয়েছে। এরই মধ্যে বর্তমান জমানার সহজ ও জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ” পায়রা নদীতে ব্লক (পাইলিং) স্থাপন করে ভাঙন ঠ্যাকান ”

নামে একটি গ্রুপ খোলা হয়েছে । যার মাধ্যমে জনমত সৃষ্টি ও সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে আর্তনাদ জানানোর চেষ্টা করা হচ্ছে। ভাঙন কবলিত মেন্দিয়াবাদ,চরখালী,গোলখালী,হাজীখালী,রানীপুর কাকড়াবুনিয়া সহ আশেপাশের গ্রামের বাসিন্দারা ইতোমধ্যে, গ্রুপের মাধ্যমে নানা কর্মসূচির পথে এগোচ্ছে বলে জানান গ্রুপ অ্যাডমিন মোঃ ইব্রাহিম মল্লিক, মোঃ রাজ্জাক মল্লিক, মোঃ মিজানুর রহমান তাসলিম, মোঃ বেল্লাল হোসেন আকন, মোঃ শাকির। তাঁরা আরো জানান; আমাদের সহায় সম্বল সব গ্রাস করেছে পায়রা নদী। কয়েক হাজার কোটি টাকার সম্পদ গ্রাস করেছে। ২০০৭ সালের ১৫ নভেম্বর ভয়াল সিডরে প্রায় ৮৫জন লোক মারা যায় এই গ্রামগুলি থেকে। গ্রাম কয়টি নিশ্চিহ্ন প্রায়। মাত্র কিছু অংশ অবশিষ্ট থাকলেও আতঙ্ক ও ঝুঁকির মাঝে বসবাস করতে হয়। আমাদের একটাই দাবি পাইলিং দিয়ে আমাদের শেষ রক্ষা করুন।

 

গ্রুপ অ্যাডমিন এ্যাডভোকেট মোঃ সাহাবুদ্দিন শিহাব বলেন; এ গ্রুপ কোন একক বা ব্যক্তি স্বার্থের জন্য খোলা হয়নি বরঞ্চ পায়রা পাড়ের মানুষের অধিকার রক্ষার জন্য। আমরা বাপ দাদার চির চেনা গ্রামে স্বস্তিতে যেন নিঃশ্বাস নিতে পারি সংশ্লিষ্ট কর্তপক্ষের কাছে এই আবেদন ও আর্তনাদ জানাই। ব্লক স্থাপন করে দিন। পায়রার আগ্রাসন থেকে আমাদের বাঁচান।

 

এ বিষয় চরখালী সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা খান ফেইসবুক গ্রুপের ক্ষেত্রে তাঁর আন্তরিক সহযোগিতা ও সমর্থন রয়েছে জানিয়ে তিনি বলেন প্রসিদ্ধ এই বিদ্যালয়টি পায়রার পাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তিনি উপজেলার মানচিত্র ও ঐতিহ্য টিকিয়ে রাখতে নদীতে ব্লক স্থাপন করার জন্য জোর দাবি জানান।

 

মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস ওয়েব এর প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক মোহাম্মাদ শামীম ফেইসবুক গ্রুপ যোগাযোগ ও মতপ্রকাশের অন্যতম মাধ্যম উল্লেখ করে বলেন; ব্লক স্থাপন একটি বিশাল প্রজেক্ট। এক্ষেত্রে আমাদের এলাকার সিনিয়র; যারা রাষ্ট্রীয় পর্যায় গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, আমার জানামতে তাঁরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তবে যেকোন ভাবে ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে।