মিশরকে ৪ বিলিয়ন ইউরো সহায়তা ইইউ’র

বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মিশরের মধ্যে যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) এই সম্মেলনে একাধিক ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়, যার মধ্যে রয়েছে কায়রোর জন্য অতিরিক্ত ৪ বিলিয়ন ইউরো (৪.৬ বিলিয়ন ডলার) সহায়তা। বেলজিয়াম থেকে এ খবর জানায় বার্তাসংস্থা এএফপি ।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমরা বেশকিছু চুক্তি সই করব, যা মিশরে আরও ব্যবসার সুযোগ সৃষ্টি করবে।’

এই চুক্তিগুলো ২০২৪ সালের মার্চে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিকতা। কারণ, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ মিশরের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ইইউ।

এর আগে, ২০২৪ সালের মার্চ মাসে মিসর ও ইইউ একটি ‘কৌশলগত অংশীদারিত্ব’ চুক্তি করে, যার আওতায় মোট ৫ বিলিয়ন ইউরো সহায়তার প্রতিশ্রুতি দেয়া হয়। প্রথম কিস্তি হিসেবে ২০২৪ সালের ডিসেম্বরেই ১ বিলিয়ন ইউরো দেওয়া হয়েছিল। নতুন চুক্তির ফলে মোট সহায়তার পরিমাণ দাঁড়াল ৫ বিলিয়ন ইউরো।

ইইউ আরও জানায়, ইউরোপের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে মিলে আরও ১.৮ বিলিয়ন ইউরো বিনিয়োগ করা হবে। এছাড়া ৬০০ মিলিয়ন ইউরো নির্দিষ্ট প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে, যার মধ্যে ২০০ মিলিয়ন ইউরো অভিবাসন নিয়ন্ত্রণে ব্যয় হবে।