মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের চেতনায় বাম বিকল্প গড়ে তুলুন: রাজেকুজ্জামান রতন

শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৮তম বার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশের শুরুতে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয় এবং সমাবেশ শেষে লাল পতাকা মিছিল বের হয়।

সিলেট জেলা বাসদ এর আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন। জেলা নেতৃবৃন্দের মধ্যে রাখেন সিলেট জেলা বাসদ সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, উজ্জ্বল রায়,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাছুমা খানম, নির্মাণ শ্রমিক ফ্রন্টের আহ্বায়ক মামুন বেপারি, রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার মনজুর আহমদ প্রমূখ।

সমাবেশে প্রধান বক্তা কমরেড রাজেকুজ্জামান রতন বলেন,প্রতিষ্ঠালগ্ন থেকেই বাসদ শ্রমজীবী মানুষের মুক্তির সংগ্রামে অবিচলভাবে কাজ করছে। এদেশের জনগণ দেখছে স্বাধীনতার পর সময় যত পেরোচ্ছে বৈষম্যও ততই বেড়ে চলেছে। ১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে দেশের জনগণ বারে বারে গণবিরোধী স্বৈরাচারী সরকার হটিয়েছে, অভ্যুত্থান করেছে। ’২৪ এর গণ-অভ্যুত্থানে ছাত্র, শ্রমিক, জনতা রক্ত দিয়ে যে অভ্যুত্থান করে স্বৈরাচারী সরকারকে হটালো, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তারাও গণমানুষের স্বার্থের বদলে সংস্কার, আদেশ, গণভোট ইত্যাদি অপ্রয়োজনীয় বিতর্কে সময়ক্ষেপণ করছে। শ্রমিকের চাকরি, মজুরি, কৃষকের ফসলের ন্যায্য দাম নিশ্চিত, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, বেকারত্ব দূর, প্রবাসীদের যন্ত্রণা লাঘব, ছাত্রদের শিক্ষার খরচ কমানো, ওষুধের দাম ও চিকিৎসা ব্যয় কমানো, নারী লাঞ্ছণা, অপমান ও নির্যাতন, ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসীদের নিরাপত্তা নিয়ে রাষ্ট্র কোন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করছে না। অতীতের স্বৈরাচারী শাসনের সঙ্গে পাল্লা দিয়ে লুটপাট, দুর্নীতি, দুঃশাসন ক্রমেই বেড়ে চলেছে। কিন্তু জনগণের আকাঙ্খা ছিল বৈষম্য থেকে মুক্তি, বিশেষ করে দুঃশাসন, দুর্নীতি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির হাত থেকে মুক্তি; আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, জনগণের জীবন জীবিকার নিশ্চয়তা,হত্যাকাণ্ডের বিচার ও সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান। কিন্তু পুঁজিবাদী পথে বুর্জোয়া শাসন-শোষণে, সাম্প্রদায়িকতাকে ব্যবহারের মাধ্যমে গত ৫৪ বছর ধরে শাসকগোষ্ঠী মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশ পরিচালনা করে চলেছে। ’২৪ এর অভ্যুত্থানের পরও বৈষম্যবিরোধী চেতনার বিপরীতেই দেশ পরিচালিত হচ্ছে। একদিকে চলছে দুর্নীতি, দখল, চাঁদাবাজী, অন্যদিকে চট্টগ্রাম বন্দরসহ তিনটি বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়ার পাঁয়তারা চলছে, কথিত মানবিক করিডোর, অস্ত্র কারখানা, স্টার লিংককে আকাশ সেটেলাইট দেয়া ইত্যাদির মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকীতে ফেলে দিচ্ছে। অতীতের মতোই সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে মার্কিনের সাথে গোপন চুক্তি করে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে। এতে বেশি দামে গম, তুলা, সয়াবিন, এলএনজি এবং উড়োজাহাজ আমেরিকা থেকে কিনতে হবে।

সমাবেশে জেলা নেতৃবৃন্দ সিলেট সহ সর্বত্র গ্যাস সংযোগ চালু, সিলেট নগরীর জলাবদ্ধতা ও বিশুদ্ধ পানির সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ, সিলেট-ঢাকা মহাসড়কসহ সকল সড়ক মহাসড়ক দ্রুত সংস্কার সম্পন্ন করা, ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু, সিলেট নগরীতে ব্যাটারিচালিত যানবাহন শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষায় আটককৃত ব্যাটারি চালিত ছেড়ে দেওয়া, চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৬শত টাকা ঘোষণা করা, মব সন্ত্রাস বন্ধের আহ্বান জানান।