মো:রায়হান মিয়া।।
ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মুগদা থানার হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ২০শে জানুয়ারি রোজ সোমবার দুপুর ২টা থেকে কর্মী সমাবেশ শুরু হয়।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি এস এম সায়েম এর সভাপতিত্বে মুগদা থানার ৬,৭,৭১ও ৭২ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, এছাড়াও মুগদা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ,এ জহির উদ্দিন তুহিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো:সাইফুল ইসলাম পলাশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার। সভা সঞ্চালনায় ছিলেন মহিউদ্দিন মহি যুগ্ম সম্পাদক স্বেচ্ছাসেবক ঢাকা মহানগর দক্ষিণ।এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন ৭১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: সোহেল মিয়া,স্বেচ্ছাসেবক দল কর্মী মো: সেলিম মিয়া,স্বেচ্ছাসেবক দল কর্মী মো: আক্তার মিয়া।শুরু হওয়া সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতার বক্তব্য এবং তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নামে বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল পুরো সমাবেশ,পরে সন্ধ্যা ৬টায় সমাবেশ আনুষ্ঠানিক সমাপ্ত ঘোষণা করা হয় ।