ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের এক ঐতিহাসিক দিনে জাতীয় দলের উইকেটকিপার–ব্যাটার মুশফিকুর রহিম পেলেন তার শততম টেস্টকে ঘিরে বিশেষ সম্মাননা। বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাকে বিশেষ ক্যাপ উপহার দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।
এই বিশেষ উপলক্ষে সকাল থেকেই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চলে বিসিবির বিশেষ আয়োজন।
সকাল ৯টা টস শেষ হওয়ার পর ৯টা ১৬ মিনিটে মাঠে প্রবেশ করেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এরপর মুশফিককে বিশেষ টেস্ট ক্যাপ পরিয়ে দেন হাবিবুল বাশার। যিনি তার প্রথম টেস্টেও ক্যাপ তুলে দিয়েছিলেন।
এর পরপরই বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেটার আকরাম খান মুশফিককে তুলে দেন বিশেষ টেস্ট ক্যাপের বাক্স।
বিসিবি সভাপতি ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল মুশফিকের হাতে বিশেষ ক্রেস্ট তুলে দেন। সাথে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
মুশফিকের প্রথম টেস্টের অধিনায়ক হাবিবুল বাশার এবং আজকের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অটোগ্রাফসহ জার্সি প্রদান করা হয়। এসময় আয়ারল্যান্ড দলের সদস্য ও মাহমুদউল্লাহ রিয়াদও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন।
মুশফিকুর রহিম বলেন, আল্লাহকে ধন্যবাদ এমন দারুণ একটা সুযোগের জন্য। যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাতে চাই। আমার পরিবারের সব সদস্য, বাবা-মাকে কৃতজ্ঞতা জানাতে চাই। বিশেষত আমার স্ত্রীকে, যে অনেক নির্ঘুম রাত কাটিয়েছে। আমার সতীর্থ, কোচ, বন্ধু ও সব ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই। আমি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আমিও বাংলাদেশ ক্রিকেটের জন্য একশ ভাগ দেব, যেমনটা সব সময় চেষ্টা করি। আয়ারল্যান্ড ক্রিকেট দলকেও ধন্যবাদ জানাতে চাই এখানে থাকার জন্য।