।। মাহাফুজা খান সুমা ।।
মৃত্যু তুমি কতো দূরে,
ব্যথায় হৃদয় যাচ্ছে পুড়ে।
আরযে সহিতে পারিনা যাতনা,
এবার একটু আপন করোনা!
আহত হৃদয় ভগ্ন নীড়,
ব্যথায় নীল হচ্ছে শরীর।
বাঁচার আশায় কতো লড়েছি,
আজকে আমি হার মেনেছি।
এইতো আমায় তোমায় সঁপেছি,
মরার আগে কতোযে মরেছি।
ওপারে মা জননী আছে,
হয়তো আমায় ডাকছে কাছে।
তবে কেন করছো দেরি,
নিয়ে চলছোনা কেন তারাতাড়ি।
যন্ত্রণা যে বেড়েই চলেছে,
আপন সব পর হয়েছে।
কিসের এতো তাল বাহানা?
এতো কষ্ট ভালো লাগেনা।
নিয়ে চলো মায়ের কাছে,
হয়তো সেখানে শান্তি আছে।