আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির জাদুঘরে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মোমের মূর্তি ভেঙে ফেলেছেন ফিলিস্তিনপন্থি এক বিক্ষোভকারী। গত মঙ্গলবার হাতুড়ি দিয়ে মূর্তিটি ভাঙেন তিনি। এছাড়া মূর্তিটিতে লাল রঙ মেখে দেন তিনি। এরপর এটি ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ‘ফিলিস্তিন চীরজীবি হোক’ স্লোগান দেন তিনি।
দখলদার ইসরায়েলের মেক্সিকো দূতাবাস এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, এটি একটি ‘ঘৃন্য কাজ’। মূর্তি ভাঙার বিষয়টি হানাহানি, অসহিষ্ণুতা এবং ঘৃনার বার্তা দিচ্ছে বলেও দাবি করে তারা। ইসরায়েল দূতাবাস বলে, এটি বৈধ সমালোচনার কাজ নয়।
এদিকে গাজার মানুষকে নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে বঞ্চিত ও সেখানকার সাধারণ মানুষের ওপর হত্যাযজ্ঞ চালানোয় নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। বিশ্বের যেসব দেশ এই আদালতের সদস্য তারা বলেছে, নেতানিয়াহু তাদের দেশে আসলে তাকে গ্রেপ্তার করে আইসিসির হাতে তুলে দেওয়া হবে।
সূত্র: আলজাজিরা