মেধাবী ছাত্রের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন উপচার্য

মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫

আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (নোবিপ্রবি) ফার্মেসী বিভাগের শিক্ষার্থী মো. ওমর ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি ২০২৫) এক শোকবার্তায় নোবিপ্রবি উপাচার্য নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এসময় তিনি বলেন, মেধাবী শিক্ষার্থী ওমর ফারুকের অকাল প্রয়াণ অত্যন্ত কষ্ট ও বেদনাদায়ক। আমি নোবিপ্রবি পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করছি এবং মরহুমের পরিবারের অপূরণীয় ক্ষতি পূরণে মহান আল্লাহর নিকট প্রার্থনা করছি।

উল্লেখ্য, ০৬ জানুয়ারি ২০২৫ তারিখ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী মো. ওমর ফারুক রেক্টাল ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।