
জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহ সাধুপুর জেএম উচ্চ বিদ্যালয়ে দিনভর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ১৩ ফেব্রুয়ারি সম্পন্ন হয়। দাতা-প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য প্রভাষক নূর জান্নাতুল ফেরদৌস এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন-শিল্পপতি শহিদুল্লাহ শ্যামল। প্রধান অতিথির বক্তব্য রাখেন-ময়মনসিংহ আদালতের চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট মোখলেসুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রহিম, প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সহকারি প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।