আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউস কর্তৃক গঠিত গাজা বিষয়ক একটি উপদেষ্টা কমিটির সদস্যদের নিয়ে আপত্তি জানিয়ে রোববার (১৮ জানুয়ারি) তাঁর ক্ষমতাসীন জোট শরিকদের সঙ্গে একটি জরুরি বৈঠক ডেকেছেন।
প্রতিবেদনে নেতানিয়াহুর লিকুদ পার্টির মুখপাত্র জানান, হোয়াইট হাউসের গঠন করা গাজা উপদেষ্টা প্যানেলের বিরোধিতার পর করণীয় ঠিক করতে ক্ষমতাসীন জোটের অংশীদারদের একটি সভা ডেকেছেন।
এর আগে শনিবার রাতে নেতানিয়াহুর কার্যালয় নির্বাহী বোর্ড গঠনের বিষয়ে আপত্তি জানায়। তারা জানায়, ‘পিস বোর্ডের অধীনস্থ গাজা নির্বাহী বোর্ড গঠনের ঘোষণাটি ইসরায়েলের সাথে সমন্বিত ছিল না এবং এটি ইসরায়েলের নীতির পরিপন্থী। এছাড়া নেতানিয়াহু পররাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন।
নেতানিয়াহুর লিকুদ পার্টির জোটে রয়েছে অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের নেতৃত্বে ধর্মীয় জায়োনিস্ট পার্টি এবং অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের নেতৃত্বে ওটজমা ইয়েহুদিত (ইহুদি শক্তি) রয়েছে।
এদিকে ‘বোর্ড অব পিস’ গঠনর বিষয়ে আপত্তির বিষয়টি খোলাসা না করলেও, ২০২৩ সালের অক্টোবরে গাজায় হামলার পর থেকে সেখানে তুরস্কের যেকোনো ভূমিকার তীব্র আপত্তি জানিয়েছে আসছে ইসরাইল। এমনকি এ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনিত ঘটে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে নির্বাহী বোর্ডে নামকরণের পাশাপাশি, ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানকে শান্তি বোর্ডে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পের পরিকল্পনায় তিনটি সংস্থা অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে ট্রাম্পের সভাপতিত্বে শান্তি বোর্ড, গাজা পরিচালনার জন্য নিযুক্ত ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের একটি কমিটি এবং গাজা নির্বাহী বোর্ড থাকবে। যা উপদেষ্টার ভূমিকা পালন করবে। গতকাল কায়রোতে ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি তাদের প্রথম বৈঠক করেছে।