যতদিন বেঁচে আছি কন্ঠে সঙ্গীত ধারণ করে যাবো: বাউল মিলন খান

সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪

বিনোদন রিপোর্ট:

ছোট বেলা থেকেই আমি একজন গানপাগল মানুষ,গানই আমার ধ্যান ও জ্ঞান,যতদিন বেঁচে আছি আমার কন্ঠে গানকে ধারণ করে যাবো। কথাগুলো সময়ের জনপ্রিয় শিল্পী বাউল মিলন খানের।

 

ডাক নাম মিলন হলেও পুরো নাম বাউল মিলন খান, তার জন্ম ও বেড়ে ওঠা কুষ্টিয়া জেলার মাঝিলা গ্রামে।

বাউল মিলন খানের গানের প্রথম হাতে খাড়ি হয় স্থানীয় ওস্তাদ হামিদার হাত ধরে, পরবর্তীতে ওস্তাদ শফি মন্ডলের কাছে ও গান শিখেন তিনি।

 

২০১০ইং সালে মনের মানুষ রাইখা আইলাম এলবামের মাধ্যমে সঙ্গীতাঙনে পা রাখেন মিলন। পরবর্তীতে নিজের লেখা সুর ছাড়া ও জনপ্রিয় অনেক গীতিকার সুরকারের সুরে গান করেন এবং এপর্যন্ত প্রায় ২৪টি মৌলিক গান বাজারে প্রকাশ করেন তিনি।

 

তার অপ্রকাশিত গানের তালিকায় রয়েছে আরো প্রায় ১০ থেকে ১৫টি মৌলিক গান, গানগুলো খুব শিঘ্রই তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। বাউল মিলন খানের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ওগো বিউটি ও আমার বুকটা লাগে খালি সহ আরো অনেক গান।

 

গান নিয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, আমি ছোট বেলা থেকেই বাউল গান পছন্দ করি, গানকে জীবনের মতোই ভালোবাসি, যতোদিন বেঁচে আছি গানকে ভালোবেসে যবো এবং গান গেয়েই যাবো।