যাত্রাবাড়ীতে ছুররিকাঘাতে এক যুবকের মৃত্যু

মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

 

মোঃ মোহন আলী।। 

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা নয়া নগর এলাকাল আলফালা মসজিদের সামনে দুর্বৃত্তদের ছুরি-কাঘাতে মোহাম্মদ ফারুক( ২০) নামে এক যুবক নিহত হয়েছে। পেশায় সে টাইলসের কাজ করতো।

মঙ্গলবার(১৬ই ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতা লের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৭ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফারুকের বন্ধু মোহাম্মদ সজিব জানান, আজ সন্ধ্যার দিকে ফারুক যাত্রাবাড়ীর কাজলা আলফালা মসজিদের সামনে যাওয়ার পথে কালু, আলামিন, ও শরিফ এরা আপন তিন ভাই মিলে তাকে ছুরিকাঘাত করে। এতে তার পেটে বাহুতে পিঠে রক্তাক্ত জখম হয়। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

তিনি আরো জানান, নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মায়াপুর গ্রাম। তার পিতা মোহাম্মদ আলমগীর হোসেন, বর্তমানে যাত্রাবাড়ী কাজলা এলাকায় একটি ভাড়া বাসায় থাকত সে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানা কে অবগত করা হয়েছে।

নিহতের বড় ভাই বাদল মিয়া জানান, যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা তিন ভাই এলাকায় কিশোর জ্ঞান হিসাবে পরিচিত। আমার ভাইরে গতকালও মারধর করেছে আজ বিকেলে আমার ছোট ভাই বাসা থেকে বের হয়ে আলফালা মসজিদের সামনে পিঠা খেতে যায় সেখানে কয়েকজন মারধর করে পরে ওর বন্ধুরা প্রতিবাদ করতে গেলে আমিনরা তিন ভাই সহ ১০-১৫ জন এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পরে তার বন্ধুবান্ধবরা ওকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎ মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় আমাদের বাবা মোহাম্মদ আলমগীর হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করবেন।