যাত্রাবাড়ীতে বাসের আগুনে দগ্ধ যাত্রী

শনিবার, নভেম্বর ১১, ২০২৩

 

জাতির সংবাদ ডটকম।।

রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তার গোলচক্করে অনাবিল বাসে  দেয়া আগুনে মোঃ জব্বার মিয়া (৪৫) বছর বয়সি এক যাত্রী দগ্ধ হয়েছেন। তিনি পেশায় একজন রিক্সা চালক।ঘটনার সময় তিনি অনাবিল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন।

 

মোঃ জব্বার নীলফামারীর জলঢাকা থানার বামনা গ্রামের মৃত মোঃ ছকদ্দী মিয়ার ছেলে। বর্তমানে রামপুরা মোল্লাবাড়ি এলাকায় একটি রিক্সা গ্যারেজে থাকেন তিনি।

শনিবার (১১ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে রাত সারে দশটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নিয়ে আসা হয়।

 

দগ্ধ জব্বার জানান, আমার বড় ভাইয়ের সাথে দেখা করার জন্য রাতের দিকে গুলিস্তান থেকে অনাবিল নামে একটি যাত্রীবাহী বাসে করে নারায়ণগঞ্জে যাওয়ার পথে যাত্রাবাড়ী চৌরাস্তা গোলচক্করে যাওয়ার পরে কে বা কারা জানলা দিয়ে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। এতে আমার দুই পা এবং হাত আগুনে দগ্ধ হয়।পরে পথচারীরা আমাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে আসেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ তরিকুল ইসলাম। তিনি জানান যাত্রাবাড়ী থেকে দগ্ধ অবস্থায় জব্বার নামে একজনকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার শরীরে ২০% শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে জরুরী বিভাগের অবজারভেশনে তাকে রাখা হয়েছে।