জাতির সংবাদ ডটকম।।
রাজধানীর যাত্রাবাড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক (৭৯) নামের এক বৃদ্ধ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তার পাশে ডেমরা রোডে প্রবেশ মুখে যাত্রাবাড়ী থানার পেছনে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের স্ত্রী ২ বছর আগে মারা গেছেন।
মরহুম আব্দুর রাজ্জাকের ছেলে জাহাঙ্গীর আলম জানান, আমার বাবা বার্ধক্যজনিত কারণে হার্টের সমস্যাসহ বেশ কিছু রোগে ভুগছিলেন। গত ৩ আগস্ট গ্রামের বাড়ি ফেনী জেলার দাগনভুইয়া থানার দক্ষিন ভবানীপুর থেকে চিকিৎসার উদ্দেশ্যে আমার যাত্রাবাড়ী বাসায় আসে। আসার পর যাত্রাবাড়ী ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাও করানো হয়। আজ মাগরিবের নামাজ পড়ার জন্য বাসার কাছেই রাস্তার অপর পাশে আমার দোকানের পাশের মসজিদে যায়। নামাজ শেষ করে আমার দোকানে আসে। কিছুক্ষন আমার দোকানে থাকার পর বাসার উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তা পার হওয়ার সময় প্রাণ কোম্পানির একটি কভারভ্যান ধাক্কা মেরে পিশে নিয়ে যায়। পরে আরো একটি কভারভ্যান শরীরের উপর দিয়ে পিশে যায়। এতে দুই পাসহ নাভীর নিচের অংশ বিভৎস হয়ে যায়। একটি পা আলাদাও হয়ে যায়। ঘটনাস্থলেই আমার বাবা মারা যান। পথচারীরা তাৎক্ষনিকভাবে কভারভ্যান দুটি আটকে রাখে।
এসময় তিনি তার বাবার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন।
জানা যায়, মরহুম আব্দুর রাজ্জাকের গ্রামের বাড়িসহ আশপাশে বন্যায় তলিয়ে গেছে। কবর দেয়ার মতো কোনো জায়গা নেই। এজন্য ঢাকার জুরাইন কবরস্থানে দাফন করা হবে। আজ শুক্রবার (২৩ আগস্ট) বাদ জুমআ জানাযার নামাজ শেষে জুরাইন কবরস্থানে দাফন করা হবে।