
বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বলেছেন, বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে। তবে তিনি চান, ক্ষমতায় যারা আসবেন তারা অন্তত “রয়ে-সয়ে চুরি করুন।”
সম্প্রতি কালের কণ্ঠ আয়োজিত ‘কথায় কথায় বহুদূর’ অনুষ্ঠানে দাউদ হাসান রনির সঙ্গে কথোপকথনে এসব মন্তব্য করেন তিনি। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনায় উঠে আসে রাজনীতি, মত প্রকাশের স্বাধীনতা ও মব কালচার প্রসঙ্গ।
রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) নিশ্চিত করেছে, আগামী অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।
টি-টোয়েন্টি সিরিজ আগামী ২, ৩ ও ৫ অক্টোবর এবং ওয়ানডে সিরিজ ৮, ১১ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও নাসিব খান বলেন, বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা গর্বিত। এই সিরিজ আমাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করবে এবং দর্শকদের জন্য নিরপেক্ষ ভেন্যুতে রোমাঞ্চকর ক্রিকেট উপহার দেবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিরিজ। বিশেষ করে এশিয়া কাপের পরপরই এই আয়োজন আফগানিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় করবে। এজন্য আফগান বোর্ডকে ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, আসন্ন এশিয়া কাপে একই গ্রুপে রয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। ফলে এক মাসের ব্যবধানে দুই টুর্নামেন্টেই একে অপরের মুখোমুখি হবে দল দুটি।