যারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় তাদের উদ্দেশ্য খারাপ : ডা. মুস্তাফিজুর রহমান ইরান

শনিবার, নভেম্বর ১, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।
যারা জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি তুলছে, তাদের উদ্দেশ্য খারাপ মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, এটি গণতন্ত্রকে বিভ্রান্ত করা এবং নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত করার এক ষড়যন্ত্রমূলক কৌশল। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার একমাত্র উপায় হলো জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে পৃথক ব্যালটে সম্পন্ন করা।

আজ শুক্রবার (১ নভেম্বর) বিকাল ৪টায় বরিশাল শহরের কলেজ এভিনিউতে বাংলাদেশ লেবার পার্টির জেলা অফিস উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ডাঃ ইরান বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের আলোকবর্তিকা। কিন্তু এক-এগারোর পরও রাজনৈতিক দলগুলো সেই শিক্ষা গ্রহণ করতে পারেনি। মুখে জাতীয় ঐক্যের কথা বললেও বাস্তবে তারা বিভাজন, হানাহানি ও দোষারোপের রাজনীতি করছে। এতে জনগণ রাজনীতির প্রতি আস্থা হারাচ্ছে, অথচ ঐক্যই আজ সময়ের সবচেয়ে বড় দাবি।

ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বাংলাদেশ লেবার পার্টি শোষন বৈষম্য ও প্রতিহিংসামুক্ত ইনসাফভিত্তিক প্রতিষ্ঠা করতে চাই। ওমর-ই সাম্যবাদী দর্শনে আমরা বিশ্বাসী। জনগণের সার্বভৌমত্ব ও রাষ্ট্র মেরামতের সংগ্রামে আমরা অবিচল। তরুণ সমাজই এই পরিবর্তনের অগ্রণী শক্তি।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা লেবার পার্টির আহ্বায়ক এস. এম. সোহেল মাহমুদ। প্রধান বক্তা বাংলাদেশ লেবার পার্টির যুগ্ম-মহাসচিব মোঃ হেলাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির মহাসচিব এম. এ. তুহিন। বক্তব্য রাখেন লেবার পার্টির মহানগর প্রচার সম্পাদক মোঃ ওয়ালি উল্লাহ হাওলাদার, যুব মিশনের আহবায়ক সালমান খান বাদসা, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান হাওলাদার, স্বরুপকাঠী উপজেলা সদস্য সচিব মোঃ সোহেল রানা, যুগ্ম আহবায়ক মোঃ সাদেক হোসেন ও মহানগর প্রচার সম্পাদক মোঃ ওয়ালিউল্লাহ হাওলাদার প্রমুখ।

সভাপতির বক্তব্যে সোহেল মাহমুদ বলেন, জনগণের অধিকার, গণতন্ত্র ও ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে লেবার পার্টি সর্বদা সংগ্রাম করে আসছে এবং ভবিষ্যতেও এই আন্দোলনের অগ্রভাগে থাকবে। বরিশাল জেলা কার্যালয় হবে সংগঠন, জনসংযোগ ও জনগণের দাবি বাস্তবায়নের কেন্দ্রবিন্দু। আনারস মার্কা নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আউয়াল মিয়া ও নাঈম হাওলাদারসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।