যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনছে ভারত

শনিবার, মে ৩, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৩ কোটি ১০ লাখ ডলার মূল্যের সামরিক সরঞ্জাম কিনছে ভারত। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অনুমোদন পাওয়া এই সম্ভাব্য চুক্তির আওতায় ‘ইন্দো-প্যাসিফিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়্যারনেস’ বিষয়ক প্রযুক্তি এবং সি-ভিশন সফটওয়্যারসহ অন্যান্য সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে।

শনিবার (৩ মে) সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রদান করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিজেদের নৌবাহিনীর জন্য সি-ভিশন সফটও্যার ও এর সঙ্গে আণুষাঙ্গিক বিভিন্ন সরঞ্জাম কিনতে চায় ভারত।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কৌশলগত ঐক্যের অংশ হিসেবে ভারতের কাছে ইন্দো-প্যাসিফিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়্যারনেস সফটওয়্যার (সি-ভিশন) এবং আনুষাঙ্গিক উপকরণ বিক্রয় সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে পররাষ্ট্র দপ্তর। এই প্যাকেজে মূল্য ১৩ কোটি ১০ লাখ ডলার।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সফটওয়্যার ভারতকে তার সমুদ্রসীমায় বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলার জন্য সহায়ক হবে। ভারতের নৌবাহিনীর সচেতনতা, বিশ্লেষণ ক্ষমতা এবং কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারবে সি-ভিশন সফটওয়্যার। নিজেদের সামরিক বহরে সি-ভিশন এবং এর আণুষাঙ্গিক উপকরণকে যুক্ত করতে ভারতকে কোনো সমস্যা পোহাতে হবে না এবং এই সফটওয়্যার দক্ষিণ এশিয়ার মৌলিক সামরিক ভারসাম্যের ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটাবে না।

এর আগে, গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে গত ১১ দিন ধরে উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, যে কোনো সময় পরমাণু অস্ত্রধারী এ দু’দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে। এ জন্যই যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারত সামরিক সরঞ্জাম কিনছে বলেও এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) প্রতিবেদনে দাবি করা হয়।