একদিকে যুবদলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অন্যদিকে পদবঞ্চিতদের বিক্ষোভ সমাবেশ

সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩

জাতির সংবাদ ডটকম।।
একদিকে জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা, অন্যদিকে কমিটিতে পদবাণিজ্য ও নিষ্ক্রিয়-অযোগ্যদের পদায়নের অভিযোগে পদবঞ্চিতদের বিক্ষোভ সমাবেশ।

রোববার রাজধানীর পৃথক স্থানে এ দুই কর্মসূচি পালিত হয়।

এর মধ্য দিয়ে যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে ঘিরে ক্ষোভ-অসন্তোষের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। আংশিক কমিটি গঠনের ৯ মাস পর গত বুধবার যুবদলের ২৫১ সদস্যের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত বছরের ২২ মে যুবদলের ৮ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে বিএনপি।

যুবদলের দাবি, সরকারবিরোধী কঠোর আন্দোলন সামনে রেখে ত্যাগী-সক্রিয় নেতাদের দিয়েই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। তবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর থেকেই কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করেন কমিটিতে স্থান না পাওয়া যুবদল ও ছাত্রদলের সাবেক নেতারা। গত বৃহস্পতি ও শুক্রবার নয়াপল্টন এলাকা এবং আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। তাদের অভিযোগ, সক্রিয়-ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ব্যাপক অনিয়ম ও অনৈতিক সুবিধা গ্রহণের মাধ্যমে দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় থাকা প্রবাসী, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত এবং কিছু নেতার ব্যক্তিগত কাজের লোক দিয়ে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অন্তত অর্ধশত নেতা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয়। ফলে আন্দোলনে শক্তিশালী ও ঐক্যবদ্ধ যুবদল পাওয়া যাবে না।’

নিষ্ক্রিয় ও আর্থিক লেনদেনের মাধ্যমে পদপ্রাপ্তদের পদ বাতিল করে ত্যাগী ও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ কর্মীদের যুবদলের মূল কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান পদবঞ্চিতরা। তা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন তারা। সূত্র -দৈনিক কালবেলা