যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ দলের পরিক্ষিত ভ্যানগার্ড

বুধবার, মে ৭, ২০২৫

 

 

নিজস্ব প্রতিবেদক:

প্রায় চার মাস লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসময় বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতাকর্মীরা রাস্তায় সুশৃঙ্খল ভাবে সারিবদ্ধ দাড়িয়ে প্রিয় নেত্রীকে সংবর্ধনা জানিয়েছেন।

 

বেগম খালেদা জিয়ার সাথে তার পুত্রবধূও তারেক রহমানের সহধর্মিণী ডাঃ জোবাইদা রহমান এবং প্রায়াত আরাফাত রহমান কোকো’র সহধর্মিণী শর্মিলী রহমানও দেশে ফিরেছেন।

 

বিমানবন্দরে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দর এলাকা থেকে গুলশানে চেয়ারপারসনের বাসভবনের সড়কের দু পাশে ব্যাপক জনসমাগম তৈরি হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক এর নেতৃত্বে এয়ারপোর্ট থেকে গুলশানের বাসভবন পর্যন্ত সড়কে বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক মাঠে থেকে নেত্রীকে নিরাপত্তা দেন। তবে এয়ারপোর্ট থেকে বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন পর্যন্ত পুরো রাস্তায় সারাক্ষণ গাড়ী বহর ঘিরে ব্যাপক নিরাপত্তা দিয়ে ভ্যানগার্ডের ভূমিকায় ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ এর ভূমিকাও ছিল চোখে পরার মতো। তিনি গাড়িতে না চড়ে বরং—প্রিয় নেত্রীর চলার পথ পরিষ্কারে ব্যস্ত ছিলেন।

 

এসময় যুবদলের তৃনমুল পর্যায়ের বিভিন্ন নেতাদের সাথে কথা হলে তারা জানান, যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এমনই জিয়ার সৈনিক, যিনি জাতীয়তাবাদী দলের আদর্শ হৃদয়ে ধারণ করেন। বেগম খালেদা জিয়ার প্রতি অকৃত্রিম শ্রদ্ধাশীল এবং তারেক রহমানের ভালবাসার ছায়ায় অনুপ্রাণিত।

 

তৃনমুলের ওই নেতাকর্মীরা আরও বলেন, দলের সেবায় যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ ছিলেন,আছেন এবং ইনশাআল্লাহ আমৃত্যু থাকবেন।

 

কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার (৬ মে) সকাল ১১ টায় তাকে বহন করা বিমানটি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 

উল্লেখ্য গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেসে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান খালেদা জিয়া।