
স্টাফ রিপোর্টারঃ
“যুব শক্তিতে গড়ে উঠুক, টেকসই পরিবেশের স্বপ্ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে অনুষ্ঠিত হলো পিকেএসএফ-এর সহযোগিতায় ঘাসফুল কর্তৃক বাস্তবায়িত Sustainable Microenterprise and Resilient Transformation (SMART)- ফল প্রকল্পের আওতাধীন এক ব্যতিক্রমধর্মী “যুব সম্পৃক্ততা ক্যাম্পেইন”। পরিবেশ সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের অংশগ্রহণে একটি সবুজ, টেকসই ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্য নিয়ে আয়োজিত এই কর্মসূচি স্থানীয় যুব সমাজ ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।
উক্ত ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন ১০০-এরও বেশি তরুণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্যরা। দিনব্যাপী কর্মসূচিতে ছিল:
বর্ণাঢ্য শোভাযাত্রা: সকাল ১০টায় র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরিবেশবান্ধব বার্তা সম্বলিত ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
বিশেষজ্ঞ আলোচনা ও মতবিনিময়: পরিবেশ সংরক্ষণে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনায় অংশ নেন স্থানীয় শিক্ষাবিদ ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কুইজ প্রতিযোগিতা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন: শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পরিবেশ বিষয়ক একটি তথ্যবহুল প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
গাছের চারা বিতরণ: পরিবেশ বান্ধব উদ্যোগ হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন:
জনাবা তাসলিমা আক্তার, প্রভাষক, পোরশা সরকারি কলেজ — “তরুণরাই হবেন আগামীর পরিবেশ রক্ষার অগ্রপথিক।”
জনাব মো. সাজেদুল আলম, প্রধান শিক্ষক, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় — “তরুণদের অংশগ্রহণ ছাড়া পরিবেশ রক্ষা সম্ভব নয়। এই আয়োজন জাতীয় পর্যায়েও অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে।”
জনাব কুদরাত-ই-খোদা মো. নাসের, প্রকল্প ব্যবস্থাপক, SMART প্রকল্প — “তরুণরাই পরিবেশ সংরক্ষণের মূল চালিকাশক্তি।”
SMART (Sustainable Microenterprise and Resilient Transformation)-ফল প্রকল্পের এই ক্যাম্পেইন স্থানীয় পর্যায়ে যুব সমাজকে পরিবেশ বিষয়ক কার্যক্রমে সম্পৃক্ত করতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। অংশগ্রহণকারীরা এই আয়োজনকে সময়োপযোগী ও প্রেরণাদায়ক হিসেবে মূল্যায়ন করেন।
আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়, দেশের প্রতিটি অঞ্চলে এমন উদ্যোগের সম্প্রসারণ ঘটিয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে পরিবেশ রক্ষার আন্দোলনকে আরও শক্তিশালী করে তুলতে।