যুব সমাজ ও নতুন ভোটাররা ভোটের চিত্র বদলে দেবে: তুলি

মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬

জাতির সংবাদ ডটকম।।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলির পক্ষে যুবদলের আয়োজনে এক বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আয়োজিত এ সমাবেশে ধানের শীষ প্রতীকের পক্ষে জনতার গণজোয়ার নেমে আসে। নেতাকর্মীরা শ্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা— “১২ তারিখ সারাদিন, ধানের শীষে ভোট দিন।”
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সানজিদা ইসলাম তুলি বলেন,
“সময় নষ্ট করার সুযোগ নেই। দলে দলে ঘরে ঘরে গিয়ে ধানের শীষ মার্কার সালাম পৌঁছে দিতে হবে। যুব সমাজ ও নতুন ভোটাররাই এবারের নির্বাচনের চিত্র বদলে দিতে পারে।”
তিনি আরও বলেন,
“গত ১৬ বছর খুনি হাসিনার চোখে চোখ রেখে রাজপথে লড়াই করেছি। এখনও আমার অনেক ভাই ফিরে আসেনি। তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেবো না। আমার পাশে রয়েছে ‘মায়ের ডাক’ ও জুলাই গণঅভ্যুত্থানের সাহসী যোদ্ধারা। ছাত্র ও যুব সমাজ দিনরাত পরিশ্রম করছে— ইনশাল্লাহ আপনারা ব্যর্থ হবেন না।”
তুলি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন,
“ধানের শীষের এই গণজোয়ার খুব শিগগিরই গণসুনামিতে পরিণত হবে। আমার কাছে কোনো দখলবাজ, চাঁদাবাজ বা দুর্নীতিবাজের ঠাঁই নেই। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো।”
তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে বলেন,
“ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষি কার্ডসহ বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের মানুষের জীবনমান বদলে যাবে, বদলে যাবে বাংলাদেশের চেহারা।”
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন,
“এখন থেকেই এলাকায় পাহারার ব্যবস্থা করুন, যাতে কেউ কালো টাকা নিয়ে ভোট কেনার অপচেষ্টা করতে না পারে। জনগণের ভোট জনগণই রক্ষা করবে।”
সমাবেশ শেষে তুলি ও নেতাকর্মীরা ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
এ কর্মসূচিতে যুবদল, ছাত্রদল, ১২ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্থানীয়দের মতে, তুলির নেতৃত্বে ঢাকা–১৪ আসনে বিএনপির প্রচারণায় নতুন গতি এসেছে এবং তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নির্বাচনের সমীকরণ বদলে দিতে পারে।