‘যেখানে রাত ৮টায় মার্কেট বন্ধ হয়, সেখানে জন্মহার কম’

রবিবার, জানুয়ারি ৮, ২০২৩

রাত ৮টায় দোকান বন্ধের বিষয়টির প্রচারণা চালাতে গিয়ে ‘অদ্ভুত’ মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তিনি রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘যেখানে রাত ৮টায় মার্কেট বন্ধ হয়, সেখানে জন্মহার কম।’

পাকিস্তানে বিদ্যুৎ ও অর্থ সাশ্রয়ে রাত টায় দোকানপাট ও শপিংমল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত রিজার্ভ কমে যাওয়ায় এখন সবকিছুই সাশ্রয় করতে চাচ্ছে দেশটি।

খাজা মোহাম্মদ আসিফ পাকিস্তানের জ্বালানি পরিকল্পনা নিয়ে ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি জানান, কনভেনশন হলগুলোতে রাত ১০টার মধ্যে বিয়ের অনুষ্ঠান শেষ করতে হবে এবং রাত ৮টার মধ্যে মার্কেট ও অন্যান্য দোকানপাট বন্ধ করতে হবে। এতে করে সরকারের ৬০ বিলিয়ন রুপি সাশ্রয় হবে।

তিনি আরও জানিয়েছেন, জ্বালানি তেলের (ফুয়েল) ব্যবহার কমাতে ২০২৩ সালের শুরুতে পাকিস্তানে বিদ্যুৎচালিত মোটরসাইকেল তৈরি করা হবে।