নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার ওয়াইজঘাট এলাকা থেকে গত রবিবার রাতে কোতোয়ালি থানা বাবুবাজার পুলিশ ফাঁড়ির এস,আই সোহল কুদ্দুস সহ সঙ্গীয় ফোর্স ওয়াইজঘাটের ২নং গেটের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা কালে ভোলা জেলার ভোলা সদর থানা এলাকার মো, ইব্রাহিম মেকার ও মোসা মমতাজ বেগমের ছেলে আজাদ (৩০) কে দেহ তল্লাশি করলে তার প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিন মোড়ানো ২ শত গ্রাম গাজা পাওয়া যায়। যাহার মূল্য ৮ হাজার টাকা ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়।ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।