রাজধানীর হাজারীবাগে যুবককে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা 

শনিবার, নভেম্বর ১৬, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক ।।

রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে আহত হন যুবদলের নেতা জিয়া শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাজারীবাগের পার্ক সামনে এ ঘটনা ঘটে। আহত হন হাজারীবাগ থানা যুবদলের নেতা জিয়াউর রহমান জিয়া ।

স্থানীয়রা জানান, জিয়াএবং ২২ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সঙ্গে কথা বলছিলাম । নেতা কর্মীদের সঙ্গে কথা শুক্রবার অফিস বন্ধ থাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বাসা থেকে বের হয়েছিলেন ইমন। সন্ধ্যায় হাজারীবাগ পার্ক এলাকায় কয়েকজনের সঙ্গে জিয়ার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ইমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

 

পরে জিয়া কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই জিয়া ভতি হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।