মোঃ মোহন আলী।।
ফাহিমা নামের এক কিশোরী রাজধানীর মিরপুরে সাপের কামড়ে মৃত্যুবরণ করেছে।
গতকাল ১০ই অক্টোবর (২০২৪) রোজ বৃহস্পতিবার মিরপুর ১২, হাউজিং, রোড- নং ২ রাএ ১০.৪০ মিনিটে এই ঘটনা ঘটে।
নিহতের বাবা মোঃ বাবুল মিয়া, ৩৬/৬ বি মনেশ্বর রোড, জিগাতলায় অস্থায়ীভাবে বসবাস করেন। তিনি পেশায় একজন রিক্সাচালক,তার সাথে কথা বলে জানা গেছে। তিন সন্তানের জনক তিনি, দুই মেয়ে এবং এক ছেলে। বড় মেয়ে ফারজানা,(১৯) মেজু মেয়ে ফাহিমা, (১৬) সবার ছোট ছেলে ফয়সাল, (১৩) মোঃ বাবুল মিয়া, ওলিপুর থানা, কুড়িগ্রামের স্থায়ী বাসিন্দা।
বাবুল মিয়ার সাথে কথা বলে জানা গেছে। তার স্ত্রীর ছোট বোন, রাশেদা বেগমের বাসা মিরপুর ১২, হাউসিং, রোড নং- ২ গত সেপ্টেম্বর মাসের ৬ তারিখে বেড়াতে গিয়েছিল ফাহিমা,গতকাল রাত্র আনুমানিক ৯ঃ৪৫ এর দিকে বাসার আসবাবপত্র, ও পরীপার্টির কাজে নিয়োজিত ছিল ফাহিমা, তাৎক্ষণিক সময় ঘরের কোণে লুকিয়ে থাকা বিষধর সাপ, তার হাতে কামড় দেয়। তীব্র যন্ত্রণায় অস্থির হয়ে ফাহিমা মাটিতে লুটিয়ে পড়েন। তার খালু মোহাম্মদ আনোয়ার মিয়া, খালা রাশিদা বেগম, এবং বাসার আশপাশের লোকজন, ফাহিমাকে জরুরী ভিত্তিতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। আজ ১১ অক্টোবর শুক্রবার, শোকাহত পরিবার ফাহিমার লাশ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখানেই তাকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত করা হবে।