রাজধানী মিরপুরে ‘স্বপ্ন’ শো রুমে আগুন

বুধবার, জুলাই ২৩, ২০২৫


‎জাতির সংবাদ ডটকম।।

‎রাজধানী মিরপুরের স্বপ্ন শো রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুলাই) দুপুরের দিকে মিরপুর সাড়ে ১১-এর কসমো স্কুলের পাশের ছয়তলা ভবনের নিচতলায় এ আগুন লাগে।

‎অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি বলেন, দুপুর ১টা ১৩ মিনিটে আমরা আগুনের খবর পায়। বর্তমানে সেখানে আমাদের দুটি ইউনিট কাজ করছে।


‎অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।