বিনোদন ডেস্কঃ দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় একের পর এক বড় চমক দিয়েই চলেছেন। সেই সঙ্গে বাড়ছে অনুরাগীদের উন্মাদনা। দক্ষিণী চলচ্চিত্রের দুনিয়া ছাড়িয়ে তার জনপ্রিয়তার ঢেউ এখন বলিউডের বুকেও আছড়ে পড়েছে। বর্তমানে অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক মাঠেও দেখা যাচ্ছে বিজয়কে। ইতিমধ্যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় এ অভিনেতা। তাকে দলের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে।
ইতোমধ্যে বেশ কিছু জনসভাও করেছেন অভিনেতা। আর তাতে মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছেন বিজয়। তাই সিনেমা নিয়ে আর বেশি ভাবছেন না অভিনেতা। শুধু তাই নয়, ক্যারিয়ারের শেষ সিনেমার ঘোষণাও দিয়েছেন তিনি।
বিজয়ের শেষ সিনেমার নাম ঘোষণার পর থেকেই শুরু হয়েছে নানান প্রশ্ন। সত্যি কি সিনেমায় ইতি টানবেন অভিনেতা? কেনই বা এমন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মাথায়।
টাইমস অব ইন্ডিয়া সূত্র অনুযায়ী, ক্যারিয়ারে ৬৯তম সিনেমায় শেষবারে মতো প্রেক্ষাগৃহে দেখা যাবে বিজয়কে। সিনেমার নাম ‘জন নায়ক’। মূলত তিনি বিজয় রাজনীতিতে যোগ দিচ্ছেন। তাই আর সিনেমা করবেন না অভিনেতা। সিনেমাতেও রয়েছে রাজনীতির ছাপ। এইচ বিনোদ পরিচালিত ‘জন নায়ক’ সিনেমায় একজন রাজনৈতিক নেতার চরিত্রে দেখা যাবে বিজয়কে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জন নায়ক’ সিনেমার ফার্স্ট লুক শেয়ার করেছেন বিজয়। সেখানে সাদা পোশাকে বহুলোকের সামনে দেখা গেছে তাকে। সেই সঙ্গে এটাও জানিয়েছেন, শিগগিরই আসবে সিনেমার সেকেন্ড লুকও।