
শাহজালাল (রাসেল)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতিতে তিনটা মৌলিক জায়গাতে পরিবর্তন না আসা পর্যন্ত জাতি শক্ত হয়ে মজবুত হয়ে দাঁড়াতে পারবে না। তিনটি উপাদান হলো ভিশন, নৈতিকতা এবং জবাবদিহিতা। তিনি বলেন, বাংলাদেশকে মুখে নয় বুকের ভাষায় ভালবাসতে হবে। তিনি যুবকদের ঠান্ডা মাথায় রাজনীতির ময়দানে টিকে থাকারও আহ্বান জানান।
গতকাল ১৭ মার্চ সোমবার বিকেলে ফারস্ হোটেল এন্ড রিসোর্ট, পুরানা পল্টন, ঢাকা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চলনা করেন জেনারেল সেক্রেটারি মো. নিজামুল হক।
ডা. শফিকুর রহমান বলেন, আভিধানিক অর্থে দুই দুইবার স্বাধীনতা লাভের পরেও সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদ ভোগ করার সুযোগ হয়নি। তার অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে আমার কাছে সবচেয়ে বড় কারণ মনে হয় একটা জাতিকে বিল্ডআপ করার জন্য তিনটা কমপোনেন্ট (উপাদান) লাগবেই। তিনি কলামিস্ট আব্দুল লতিফ মাসুমের কথার রেফারেন্স টেনে বলেন, যিনি পলিটিশিয়ান তিনি আগামি নির্বাচন নিয়ে চিন্তা করেন। এই নির্বাচনটায় কিভাবে চিতবো। আর একজন স্টেটম্যান (ক্ষমতায় যিনি আছেন) তিনি চিন্তা করেন আমি আমার জাতিকে কিভাবে বড় করবো। এই গড়ার ভিশনের বড় অভাব। আমরা যেন ক্যাজুয়াল পলিটিক্স করে চলছি। দ্বিতীয় যে সমস্যাটা আমার কাছে মনে হয়, নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয়। রাজনীতিবিদরা যদি নিজে রাজা হয়ে থাকে তাহলে নিশ্চয় তারা ককপিটের পাইলট। পাইলট যখন ককপিটে শারীরিক মানসিক সুস্থতার সাথে বসে, তিনি তার ক্রাফট চালাবেন, তখন আশা করা যায় যাত্রী সাধারণ আল্লাহ তায়ালার ইচ্ছায় যথাসময়ে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবে। কিন্তু যদি পাইলটের সমস্যা থাকে, যদি তিনি নিজেই দুবৃর্ত্ত, হাইজ্যাককারী, বিদ্রোহী হন অথবা মাথা তার বিগড়ে যায়, তাহলে তিনিসহ যাত্রী সাধারণের যেকোন সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। তিন নম্বর যে সমস্যাটা আমার কাছে মনে হয়, আমরা নিজেদের কোন জায়গা অ্যাকাউন্টেবল মনে করি না। আমরা আমাদের নিজেদের জবাবদিহিতার উর্ধ্বে মনে করি। বিশেষ করে আমি যদি বিজয়ী হয়ে যাই তাহলে সাতখুন মাফ হয়ে যায়। মনে করি যে, আমাকে কে ধরে আর কে ছুঁয়। আমার কোন পতন বা পরিবর্তন দেখি না। কারণ আমার আশপাশে যারা থাকে; তারা খালি হাততালি দেয়। আমি ভুল বললেও সাধুবাদ শুদ্ধ বললেও বলে স্যার অসম্ভব কাজ আপনি সাধন করেছেন। এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয় আমি আর মানুষ থাকি না। রাজনীতিবিদরা আমরা অতি মানব হয়ে যাই।
তিনি বলেন, এই তিনটা জায়গার মৌলিক পরিবর্তন এবং দর্শনগত পরিবর্তন না আসা পর্যন্ত জাতি শক্ত হয়ে মজবুত হয়ে দাঁড়াতে পারবে আমি অন্তত বিশ্বাস করি না। দেশ ও সমাজের স্বার্থকে সবার উর্ধ্বে রেখে কিছু বিষয়ে আমাদের একমত হতে হবে। কিছু মতবিরোধ থাকবেই। এটাই গণতন্ত্রের সৌন্দর্য্য। তিনি বলেন, ডেমোক্রেসিতে একটা কথা আছে আসো একমত হই দ্বিমত পোষণ করার জন্য। মতের পার্থক্য হউক কিন্তু মতবিরোধ না হউক। আমরা পার্থক্যে যেন আটকে থাকি। এরপর যেন আর পা বাড়াই না। কিন্তু দু:খের বিষয় আমরা পার্থক্যে থাকি না। বিরোধী জড়িয়ে যাই।
যার কারণে এতো বড় পরিবর্তনের পর শ্বাস ফেলতে পারছি, এটার শুকরিয়া আদায় স্বরূপ যেভাবে রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের মধ্যে ঐক্যের ও দেশ গড়ার পরিবেশ চিন্তার আদান প্রদান হওয়ার কথা ছিল, আমি ম্বীকার করছি আমি লজ্জিত আমরা এটা মেইনটেন করতে পারছি না।
জামায়াতের আমীর বলেন, আমাদের যুবদের প্রত্যাশা আমাদের কাছে অনেক ছিল। তারাতো আমাদের প্রত্যাশার বাইরে অপ্রত্যাশিতভাবে বিশাল এক কাজ করে দিয়েছে। এখন তাদের প্রত্যাশা পূরণের দায়িত্ব আমাদের। তাদের হতাশ করা ঠিক হবে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, আম জনতা পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, ১২ দলের সমন্বয়ক এড. এহসানুল হুদা, ইসলামী আন্দোলন বাংলাদেশের এসিস্ট্যান্ট সেক্রেটার আহমদ আব্দুল কাইয়ুম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা, মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির এবিএম নাজমুল, গণ অধিকার পরিষদের মোহাম্মদ মশিউর রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ মাসুম প্রমুখ।
এ ছাড়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শাহীনুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রমুখ।
ইফতার মাহফিলে দেশজাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিজয়নগর বাইতুন নূর জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান কাসেমী।