জাতির সংবাদ ডটকম: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা করা আমাদের দায়িত্ব না। কোনো সংকট থাকলে দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।’
আজ রোববার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ সব কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন কমিশনের দরজা সব সময় খোলা। কেউ এলে সহযোগিতা করা হবে। ভোটে অংশ নিতে উদাত্ত আহ্বান থাকবে। কিন্তু রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা করার উদ্যোগ নেওয়া হবে না।
প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে সিইসি বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে বলে ওনারা (হাই কমিশনের প্রতিনিধি দল) আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা প্রিপারেশনের কথা জানিয়েছি। আমরা ফুললি প্রিপেয়ার্ড। আমরাও চাচ্ছি— নির্বাচন অংশগ্রহণমূলক হোক, কনটেস্টেড হোক।’
তিনি বলেন, সব দল যদি অংশগ্রহণ করে, তাহলে নির্বাচনের ফলাফল অনেক ভালো, জনগণের কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে।
এক প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ‘অংশগ্রহণের বিষয়ে আমরা উদ্যোগ নেব না। এটা পলিটিক্যাল ইস্যু। পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কোনো সংকট যদি থেকে থাকে, তারা নিজেরা আলাপ-আলোচনা করে নিরসন করবে। আমরা মাঝখানে কোনো ব্রোকারেজ করব না, করতে পারব না।’
দলগুলোর জন্য ইসির দরজা খোলা বলে উল্লেখ করেন সিইসি বলেন, ‘কোনো পার্টি যদি এসে অংশ গ্রহণ করতে চায়, আমাদের সহযোগিতা নিতে চায়, আমরা সব সময় প্রস্তুত আছি, আমাদের তরফ থেকে যে ধরনের সহযোগিতা দরকার করে যাব।’