রাজশাহী জেলার প্রাথমিক চিকিৎসকদের মেম্বারশিপ স্মার্ট আইডি কার্ড ও সনদ প্রদান অনুষ্ঠান

রবিবার, জানুয়ারি ১১, ২০২৬

 

স্টাফ রিপোর্ট।।

বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন রাজশাহী জেলা শাখা ও আইডিয়াল ফাষ্ট এইড ট্রেনিং সেন্টার রাজশাহীর যৌথ উদ্যোগে প্রাথমিক চিকিৎসকদের সনদ প্রদান ও মেম্বারশিপ সার্টিফিকেট স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

১০ জানুয়ারি (শনিবার) সকাল ১০ টায় আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার রাজশাহী আঞ্চলিক কার্যালয় (বর্ণালী মোড় নিউ ইন্ডিয়ান ভিসা অফিসের পিছনে ২য় তলায় অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী জেলার শিল্পনগরী কর্মকর্তা জনাব মোঃ আনোয়ারুল আজিম অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মোঃ যোবায়ের হোসেন, সিনিয়র সহকারি সচিব, পাবলিক সার্ভিস রাজশাহী।
প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নজরুল ইসলাম রিপন।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের চিফকোর্স কো-অডিনেটর আমিনুল ইসলাম (বুলবুল) , বিপিসিএফ এর কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মোঃ জাহাঙ্গীর আলম, এ এস এম কামাল উদ্দিন, আব্দুল্লাহ আল হিমেল নিউজ এডিটর রিপাবলিক নিউজ লাইভ, মোঃ শাহরিয়ার হোসেন,

বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন ও আইডিয়াল ফাষ্ট এইড ট্রেনিং সেন্টার রাজশাহী শাখার কোর্স কো- অডিনেটর মোঃ নাইমুর রহমান (সাকিব) এর সঞ্চালনায় ও পরিচালক মোঃ মেহেদী হাসান ও ইমরান এর সহযোগিতায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,অতিথিবৃন্দ,

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সকল গ্রাম ডাক্তার /প্রাথমিক চিকিৎসকদের ভুমিকা অত্যন্ত প্রশংসনীয়। মানবিক ও সামাজিক দায়িত্ব থেকে মানব সেবাকে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন মহামারি করোনা কালীন সময় প্রাথমিক চিকিৎসকগণ নিজের জীবন বাজি রেখে সেবা দিয়েছেন , তখন একমাত্র ভরসা ছিলো গ্রামের প্রাথমিক চিকিৎসকগণ উল্লেখ করে প্রত্যন্ত অঞ্চলে একজন প্রাথমিক চিকিৎসকের প্রয়োজন কতটা একমাত্র গ্রামের মানুষরা অবগত।
অনুষ্ঠানের বিশেষ অতিথি আমিনুল ইসলাম (বুলবুল) বলেন,নিজের জীবন বাজি রেখে গভীর রাতে, ঝড় বৃষ্টিতে মানুষের সেবা দিয়ে যাচ্ছে প্রাথমিক চিকিৎসকগন। প্রাথমিক চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির জন্য রিফ্রেসার্স ট্রেনিং এর ব্যবস্থা করা হলে গ্রামের মানুষ আরও ভালো সেবা পাবে বলে তিনি আশা করেন। সরকারের কাছে বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের পক্ষ থেকে গ্ৰামীণ এবং প্রাথমিক পল্লী চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আন্তরিক দৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল ও সম্মামনা ক্রেষ্ট দিয়ে বরন এবং প্রশিক্ষণার্থীদের সনদ ও আইডি কার্ড প্রদান করা হয়।