ক্রীড়া ডেস্কঃ অস্ট্রেলিয়ান ওপেনের শুরু থেকে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ইতালিয়ান টেনিস তারকা ইয়ানিক সিনারকে নিয়ে। এমনটি হওয়ার কারণও আছে বটে, কেননা ২০২৪ অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের শিরোপা জিতেছেন তিনি। এবারের আসরেও শুরু থেকে দুর্দান্ত খেলে নিশ্চিত করেছেন ফাইনাল।সিনার তার ক্যারিয়ারে তিনটি ফাইনাল খেলেছেন। যার তিনটিতেই শিরোপায় নিজের নাম লিখিয়েছেন।
এ তালিকায় আরও সাতজন রয়েছেন, সিনারের টানা দ্বিতীয় শিরোপাযারা তাদের প্রথম তিনটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে জয় পেয়েছেন। এ ছাড়া এ জয়ের মধ্য দিয়ে তিনি তিনটি গ্র্যান্ড স্ল্যামজয়ী প্রথম ইতালিয়ান হওয়ার ইতিহাস গড়লেন।
গতকাল মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় ছেলেদের ফাইনালটি ছিল টেনিসের শীর্ষ দুই তারকার লড়াই। ম্যাচে জার্মান তারকা আলেকজান্ডার জেভরভকে ৬-৩, ৭-৬ (৭-৪) ও ৬-৩ গেমে পরাজিত করেন অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন জ্যানিক সিনার। এ জয়ের মধ্য দিয়ে ২৩ বছর বয়সি সিনার জিতলেন ক্যারিয়ারের তৃতীয় ও অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। ডানহাতি এই তারকা ইউএস ওপেনেরও বর্তমান চ্যাম্পিয়ন।
অন্যদিকে এটি ছিল ২৭ বছর বয়সি জেভরভের অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম ফাইনাল। এর আগে ফ্রেঞ্চ ও ইউএস ওপেনে দুবার ফাইনাল খেললেও জিততে পারেনি তিনি। ফলে এবারও হাতছাড়া করলেন প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ। যদিও জেভরভ অস্ট্রেলিয়ার ওপেনের সেমিফাইনালে ১০ বারের চ্যাম্পিয়ন ও রেকর্ড ২৪ মেজর ট্রফির মালিক নোভাক জকোভিচের ইনজুরির কারণে ওয়াকওভার পেয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠেন। তিনি টেনিসের ষষ্ঠ ব্যক্তি; যিনি তার প্রথম তিনটি মেজরের ফাইনালে হেরেছেন। অন্যদিকে সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের বেন শেলটনকে ৭-৬, ৬-২, ৬-২ গেমে হারান অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন জ্যানিক সিনার।