রামপুরা প্রাথমিক চিকিৎসকদের সনদ প্রদান অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা

সোমবার, মার্চ ১৮, ২০২৪

 

এস এম মাহমুদ ঃ রাজধানী রামপুরা শাখার আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টারের ২০২৩ সনের শিক্ষার্থীদের সনদ প্রদান অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলাম রিপন, প্রধান অথিতি হিসেবে উপ¯ি’ত ছিলেন ডাঃ রইসুল ইসলাম আশিক প্রধান শিক্ষক,বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন,শেখ মোঃ জাহাঙ্গীর আলম,আরও উপ¯ি’ত ছিলেন,মেহেদি হাসান ,মিনার হোসেন, ও মোঃ তুহিন মিয়া। অনুষ্ঠানের শুরুতে উপস্থি’ত অতিথিরা স্বাগত বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের হাতে প্রাথমিক শিক্ষাসনদ তুলে দেন। তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় বিভিন্ন উপদেশমূলক বক্তব্য প্রদান করেন।

গত ১০ মার্চ রামপুরার আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টারের মিলনায়তনে স¦াগতিক বক্তব্য শেষে শিক্ষার্থীরা পরিচালনা পর্ষদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সভাপতি, প্রধান অতিথি ,বিশেষ অতিথি ও অন্যান্য নের্তৃবৃন্দ সম্মাননা স্মারক গ্রহণ করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন,প্রাথমিক চিকিৎসকরা যেন গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য সেবা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। জটিল ও কঠিন রোগীদের সরকারি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে রেফার করেন। সকল আনুষ্ঠানিকতা শেষে অত্র প্রতিষ্ঠানের পরিচালক আমিনুল ইসলাম বুলবুল মুলতুবি ঘোষণা করেণ