
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় আগামীকাল থেকে দুই দিনের সরকারি সফরে যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে তিনি এই সফরে অংশ নিচ্ছেন বলে শনিবার (২৩ মে) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি এ তথ্য জানায়।
সফরকালে হাকান ফিদান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং লাভরভের সঙ্গে বৈঠক করবেন।
এছাড়াও তিনি রাশিয়ার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও দ্বিপাক্ষিক আলোচনা করবেন। আলোচনায় থাকবেন প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেডিনস্কিও—যিনি ১৬ মে ইস্তানবুলে অনুষ্ঠিত রাশিয়া-ইউক্রেন আলোচনায় রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন। হাকান ফিদান রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলউসভের সঙ্গেও বৈঠক করবেন।
এই বৈঠকগুলোতে তুরস্ক ও রাশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, জ্বালানি ও পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতার বর্তমান অবস্থা পর্যালোচনা করা হবে এবং ভবিষ্যৎ সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় ফিদান ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পক্ষে তুরস্কের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া, ২০২২ সালে এবং সদ্য ১৬ মে অনুষ্ঠিত আলোচনায় তুরস্কের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসাও তিনি তুলে ধরবেন এবং ভবিষ্যতেও এই ভূমিকা পালনে প্রস্তুতির কথা জানাবেন।
এ সফরে সিরিয়া, গাজা এবং দক্ষিণ ককেশাসসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও দুই দেশের মধ্যে মতবিনিময় হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি