
জাতির সংবাদ ডটকম।।
৫ আগস্ট প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে নির্বাচনের তারিখ নিয়ে একটি ঘোষণা দিয়েছিলেন, তিনি আবার অনুরূপ একই ঘোষণা দেয়ায় নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
তিনি বলেছেন, মানুষের মধ্যে যদি নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয় তাহলে সেই নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে কিনা সেই শঙ্কা থেকে যায়।
তিনি প্রধান উপদেষ্টাকে জাতির কাছে সেটি পরিষ্কার করার আহবান জানান। সেই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আয়োজন করার তাগিদ দেন।
শুক্রবার (২২ আগস্ট) সকালে কুমিল্লা নগরীর ফান টাউনে কুমিল্লা-৬ সদর আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র কমিটির পরিচালক ও সহকারী পরিচালকদের সমাবেশ শেষে তিনি এসব কথা বলেন।
যেন তেন নির্বাচন জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, একটি অর্থবহ সুষ্ঠু অংশগ্রহণমূলক অবাধ নির্বাচন চায় জনগণ। উৎসবমুখর নির্বাচন, সকল বৈধ দলের চাওয়া। কেবল অবাধ সুষ্ঠু নির্বাচনই রাষ্ট্রের সংকটকে দূর করতে পারে।
জামায়াতের নায়েবে আমির বলেন, নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সংস্কারের অনেকগুলো বিষয়ে সমস্ত রাজনৈতিক দল ঐকমত্য পোষণ করেছে। এ সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে। সে জন্য সংস্কারের একটি আইনি ভিত্তি তৈরি করতে হবে।
এসময় কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, মহানগরী নায়েবে আমির অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন ও সেক্রেটারি মাহবুবুর রহমান, কুমিল্লা মহানগরী নায়েবে আমির মোছলেহ উদ্দিন, মহানগরী সহকারী সেক্রেটারি মোশারফ হোসেন, সহকারী সদস্য কামরুজ্জামান সোহেল, জামায়াত নেতা ভিপি মুজিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।