রিকের উদ্যোগে ‘মাল্টিস্টেক হোল্ডার কনসাল্টেশন সভা’ অনুষ্ঠিত

বুধবার, মার্চ ২২, ২০২৩

 

 

 

সৈয়দ সাইফুল করিম: 

বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) গত সোমবার রিক এর কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স কক্ষে একটি ‘মাল্টিস্টেক হোল্ডার কনসাল্টেশন সভা’ অনুষ্ঠিত হয়। সভায় বলা হয়, প্রবীণদের অধিকার ও মানবাধিকার রক্ষায় বিশেষ অবদান রাখতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সিদ্ধান্তে ২০১০ সনে Global Alliance for the Rights of Older People (GAROP) গঠন করা হয়, যা একটি আন্তর্জাতিক ফোরাম হিসেবে কাজ করছে এবং প্রবীণদের মানবাধিকার রক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনের মাধ্যমে এর যুক্তি তুলে ধরেন। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পক্ষে প্রবীণদের মানবাধিকার রক্ষায় বলিষ্ট ভূমিকা রাখা এবং বাংলাদেশের প্রবীণদের মানবাধিকার কে শক্তিশালী করতে এই আয়োজন। রিক এর নির্বাহী পরিচালক আবুল হাসিব খানের সভাপতিত্বে এই কনসালটেশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হেলাল উদ্দিন ভুইয়া। সভায় প্রবীণদের নিয়ে কাজ করে এরুপ ২৪টি সংগঠন এতে উপস্থিত থেকে তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করেন। প্রবীণদের কনভেশনের বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রবীণ গবেষক তোফজ্জল হোসেন মঞ্জু।