
ক্রীড়া ডেস্ক: পার্শ্ব চরিত্র আছেন বেশ কয়েকজন। তবে রান উৎসবের ম্যাচে সবচেয়ে বড় পার্থক্য গড়ে দিয়েছে দুই দলের দুই সেঞ্চুরিয়ানের ব্যাটিং। সেখানে মোহাম্মদ রিজওয়ানকে ছাপিয়ে নায়ক জেমস ভিন্স।মুলতান সুলতান্স অধিনায়ক রিজওয়ান ‘মন্থর ব্যাটিংয়ে’ পঞ্চাশ ছুঁতে খেলেন ৩৮ বল। আর দুইশ ছাড়ানো রান তাড়ায় করাচিকে পথ দেখানো ভিন্স সেঞ্চুরিতে যেতে খেলেন ৪২ বল।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শনিবার (১২ এপ্রিল) মুলতানকে ৪ উইকেটে হারিয়েছে করাচি। ২৩৫ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলেছে চার বল বাকি থাকতে। পিএসএলে এই প্রথম দুইশ ছাড়ানো লক্ষ্য তাড়া করতে পারল করাচি। এর আগে সর্বোচ্চ ১৯৬ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল তারা, ২০২১ সালে। সেটাও এসেছিল মুলতানের বিপক্ষেই।
পাকিস্তানের এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় করাচির চেয়ে বড় রান তাড়া করে জয় আছে দুটি। ২০২৩ সালের মার্চে তিন দিনের মধ্যে দুটি ২৪০ ছোঁয়া সংগ্রহ গড়ে হেরেছিল পেশাওয়ার জালমি। সেই আসরের ৮ মার্চ ২৪০ রান তাড়া করে ৮ উইকেটে জিতেছিল কুয়েটা গ্ল্যাডিয়ের্টস। আর ১০ মার্চ ২৪২ রান তাড়া করে জেতে মুলতান।
চলমান আসরে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২৩৪ রান করে মুলতান। ওপেনিংয়ে নেমে পাঁচ ছক্কা ও নয় চারে ৬৩ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলেন রিজওয়ান। থমকে থাকা রানের গতিতে দম দেন কামরান গুলাম। ১৯ বলে খেলেন ৩৬ রানের ঝড়ো ইনিংস। শেষে তাণ্ডব চালান মাইকেল ব্রেসওয়েল। ১৭ বলে খেলেন অপরাজিত ৪৪ রানের বিস্ফোরক ইনিংস।
রান তাড়ায় তিন চারে ১২ রান করেই থেমে যান ডেভিড ওয়ার্নার। ১৬ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলেন টিম সাইফার্ট। তবে দলকে এগিয়ে নেওয়ার মূল কাজটা করেন ভিন্স। শুরু থেকে আগ্রাসী ব্যাটিংয়ে সচল রাখেন রানের চাকা। পরে দারুণ সঙ্গ পান খুশদিল শাহর। তাদের ১৪২ রানের জুটিতেই ম্যাচ জয়ের দুয়ারে পৌঁছে যায় করাচি।
চারটি ছক্কা ও ১৪ চারে ৪৩ বলে ১০১ রানের টর্নেডো ইনিংস খেলেন ভিন্স। ৩৭ বলে চার ছক্কা ও পাঁচ চারে খুশদিল করেন ৬০ রান। ৩ রানের মধ্যে এই দুই ব্যাটসম্যান ফিরে গেলেও জয় পেতে কোনো সমস্যা হয়নি করাচির।